নেতাদের হত্যা মামলায় জড়ানোয় যুবদলের উদ্বেগ
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা যুবদল নেতা মো. আব্দুল আলিম, মো. আতাউর রহমান মাস্টার, ওমর ফারুকসহ কতিপয় যুবদল নেতাকে যুবলীগ নেতা জালাল হত্যার মামলায় ফাঁসির রায় দেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব।
নেতৃদ্বয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, যুবদল নেতারা রাজনৈতিক ও সামাজিকভাবে সুশৃঙ্খল জাতীয়তাবাদী কর্মী, তারা হত্যাকাণ্ডসহ কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে না।
যুবদলদ সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বিবৃতিতে এ হত্যাকাণ্ডে যুবদলসহ যে সব নেতাদের জড়ানো হয়েছে তারা সুবিচার পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
এসএইচএস/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা
- ২ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে
- ৩ খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানালেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
- ৪ জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত
- ৫ বিকেলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ব্রিফ করবেন ডা. জাহিদ