রাজনীতি প্রবেশ করায় বিতর্কিত হয়েছে সুফিবাদ: সাইফুজ্জামান শিখর
সুফিবাদে রাজনীতি প্রবেশ করায় তা বিতর্কিত হয়েছে বলে মন্তব্য করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
শনিবার (৯ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
সাইফুজ্জামান শিখর বলেন, সুফিবাদে যখনই রাজনীতি যুক্ত হয়েছে তখনই বিতর্কিত হয়েছে। ইসলামের শুরু থেকে এখন পর্যন্ত সেটাই দেখা গেছে।
এই সংসদ সদস্য আরও বলেন, হযরত শাহজালাল সাহেবের মাজারে বোমা মারা হয়েছে। এটি ঘটেছে রাজনীতির কারণেই। সুফিবাদে রাজনীতি প্রবেশ করার কারণে এমন আরও বেশকিছু ঘটনা ঘটেছে।
সেমিনারটি আয়োজন করে অধ্যাপক হাসান আবদুল কাইয়ূম (রহ.) ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক অধ্যাপক হাসান আবদুল কাইয়ূমের (রহ.) জীবন ও কর্ম নিয়ে এই সেমিনার করা হয়।
আরিফ বিল্লাহ মিঠুর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন- মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওহাব, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও ছড়াকার আবু সালেহসহ অনেকে।
আরএসএম/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ মঙ্গলবার গুলশানে উদ্বোধন হচ্ছে বিএনপির নির্বাচনি কার্যালয়
- ২ হাসিনাসহ প্রত্যেক খুনিকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে: আখতার
- ৩ ২৪ না হলে আমাদের মুখ দিয়ে নির্বাচন নামক শব্দ বের হতো না
- ৪ অধিকার প্রতিষ্ঠার নির্বাচনের মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো
- ৫ জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ দিতে বললেন মাহমুদুর রহমান