ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

ভাসানীকে ছাড়া ইতিহাস লেখা যাবে না : বদরুদ্দোজা

প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১৭ নভেম্বর ২০১৪

বাংলাদেশের ইতিহাস ভাসানীকে ছাড়া লেখা যাবে না বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে মাওলানা ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস ভাসানীকে ছাড়া লেখা যাবে না। যারা এখন ইতিহাস লিখছেন তারা মস্তবড় ভুল করছেন। এ ভুল একদিন সকলকে গ্রাস করবে।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, বাংলাদেশ স্বাধীনের প্রথম ঘোষণা মাওলানা ভাসানী দিয়েছেন। বাংলাদেশ স্বাধীন হবে বা স্বাধীন হওয়া উচিত- স্বাধীনতার প্রথম এ ঘোষণাটি দিয়েছিলেন মাওলানা ভাসানী। কিন্তু দেশের ভুলেভরা ইতিহাসে স্বাধীনতা ঘোষণার প্রথম ব্যক্তিটির নাম নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশের কোন রাজনৈতিক নেতাকে যদি সৎ বলা হয় তাহলে তিনি হলেন মাওলানা ভাসানী, এ কথা সবাই বলবে।

ভাসানীর আদর্শ তার অনেক অনুসারী অনুসরণ করছে না জানিয়ে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ভাসানীর সঙ্গে অনেকেই ছিলেন। কিন্তু তার আদর্শ কতজন অনুসরণ করেছে? আমরা এতবড় আলো পেয়েছিলাম কিন্তু তার আলোটাকে ধারণ করতে পারিনি।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান ড. জসীম উদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব:) মাহবুবুর রহমান, ব্যরিস্টার তুহিন মালিক, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ড. সৈয়দ সাফিউল্লাহ প্রমুখ।