নাগরিক ঐক্যের সভাপতি মান্না
নাগরিক ঐক্যের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুর রহমান মান্না এবং সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার।
বুধবার (১ ডিসেম্বর) সংগঠনটির সদস্য শাকিব খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আজ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে সর্বসম্মতিক্রমে দলের সভাপতি মনোনীত করা হয়। দলের সমন্বয়ক শহীদুল্লাহ্ কায়সারকে সাধারণ সম্পাদক এবং ডা. জাহেদ উর রহমানকে যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয়।
সভায় সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ছয় সদস্যের প্রেসিডিয়াম নির্বাচন করা হয়। প্রেসিডিয়ামের অন্যান্য সদস্য হলেন মোমিনুল ইসলাম, জিন্নুর চৌধুরী দিপু, মোফাখখারুল ইসলাম নবাব এবং সৈয়দ আব্দুল মাবুদ।
কেএইচ/ইএ/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নিবন্ধন সনদ পেলো আমজনতার দল, প্রতীক প্রজাপতি
- ২ গণমাধ্যমে হামলার দায় ছাত্রশিবিরের ওপর চাপানোর ষড়যন্ত্রের প্রতিবাদ
- ৩ তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেলো বিএনপি
- ৪ দিপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যা মানবতার জন্য চরম লজ্জাজনক
- ৫ রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধীরা যেন পাশের দেশে আশ্রয় না পায়