ভালো আছেন করোনা আক্রান্ত ফখরুল দম্পতি
মির্জা ফখরুল ও তার সহধর্মীনী, সংগৃহীত ছবি
করোনা আক্রান্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার স্ত্রী রাহাত আরা চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছেন। তারা দুজনেই ভালো আছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
বুধবার সন্ধ্যায় তিনি জাগো নিউজকে এ তথ্য জানান।
শায়রুল বলেন, করোনা আক্রান্ত হওয়ার পর থেকে বিএনপি মহাসচিব এবং তার স্ত্রী ঢাকার উত্তরার বাসায় অবস্থান করছেন। নতুন করে তাদের কোনো উপসর্গ দেখা দেয়নি। ডাক্তারের পরামর্শ, তারা প্রয়োজনের বাইরে কথাও বলছেন না।
এর আগে গত সোমবার (১০ জানুয়ারি) তাদের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
কেএইচ/এমএইচআর/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেলো বিএনপি
- ২ দিপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যা মানবতার জন্য চরম লজ্জাজনক
- ৩ রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধীরা যেন পাশের দেশে আশ্রয় না পায়
- ৪ আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ: রিজভী
- ৫ হাদির সৎ জীবন দেশবাসীকে মুগ্ধ করেছে: গোলাম পরওয়ার