তারা গোপনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : কামরুল
ফাইল ছবি
বিএনপি জামায়াত দেশ ও জাতির শত্রু মন্তব্য করে খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম বলেছেন, তারা গোপনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররম কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ গেটে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ তিনি এ কথা বলেন।
এই ষড়যন্ত্র চলতে দেয়া যায় না। এখনই উৎকৃষ্ট সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সকল ষড়যন্ত্র প্রতিহত করার।
শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া মানুষ হত্যা করে গাড়ি পুড়িয়ে, আগুন সন্ত্রাস করে ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে পারেনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত আছেন, কৃষিমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ,সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য হাজি সেলিম।
এছাড়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা কর্মীরাও সমাবেশে উপস্থিত রয়েছেন।
এএস/জেইউ/এসএইচএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন: ডা. জাহিদ
- ২ ইসলামী আন্দোলন বাংলাদেশের জরুরি সংবাদ সম্মেলন মঙ্গলবার
- ৩ ৫ হাজার ভোটারের স্বাক্ষর নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তাসনিম জারা
- ৪ দুর্বৃত্তদের হামলায় আহত নতুনধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন
- ৫ খালেদা জিয়াকে দেখতে রাতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান