বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া
ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাস প্রতিষেধক টিকার তৃতীয় (বুস্টার) ডোজ নিয়েছেন। প্রথম দুই ডোজে খালেদা জিয়াকে মডার্নার টিকা দেওয়া হলেও এবার তিনি ফাইজারের টিকা নিয়েছেন।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল কেন্দ্রে তাকে বুস্টার ডোজ দেওয়া হয়।
খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ম্যাডামসহ (খালেদা জিয়া) চারজন একসঙ্গে বুস্টার ডোজ নিয়েছেন।’
অন্য তিনজন হলেন খালেদা জিয়ার পারিবারিক সহকারী রুপা শিকদার, আব্দুর রহিম এবং আব্দুল খালেক।
খালেদা জিয়া গত ১৯ জুলাই শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকার প্রথম ডোজ নেন। এরপর ১৮ আগস্ট একই টিকাকেন্দ্রে দ্বিতীয় ডোজ নেন তিনি। প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে খালেদা জিয়াকে মডার্নার টিকা দেওয়া হয়।
কেএইচ/এএএইচ/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেলো বিএনপি
- ২ দিপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যা মানবতার জন্য চরম লজ্জাজনক
- ৩ রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধীরা যেন পাশের দেশে আশ্রয় না পায়
- ৪ আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ: রিজভী
- ৫ হাদির সৎ জীবন দেশবাসীকে মুগ্ধ করেছে: গোলাম পরওয়ার