ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদার দুর্নীতি মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১ ডিসেম্বর

প্রকাশিত: ০৯:৩১ এএম, ২৪ নভেম্বর ২০১৪

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ১ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। রোববার ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অস্থায়ী আদালতের বিচারক বাসুদেব রায় খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীর আনা সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

গত ৯ নভেম্বর খালেদা জিয়ার উপস্থিতিতে ২৪ নভেম্বর রোববার মামলার তারিখ ধার্য করা হয়েছিল। এর আগে জিয়া অরফানেজ ট্রাষ্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হারুনুর রশীদ আদালতে গত ২২ সেপ্টেম্বর আংশিক সাক্ষ্য দেন। খালেদা জিয়ার অনুপস্থিতিতেই ওই দিন মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

গত ১৯ মার্চ দুই মামলায় খালেদা জিয়া ও তার বড় ছেলে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায়। জিয়া চ্যারিটেবল ট্রাষ্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদ। ২০১২ সালের ১৬ জানুয়ারি এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় দুদক মামলা দায়ের করে। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট দুদক অভিযোগপত্র দাখিল করে।

এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় চার্জ গঠনের বৈধতা বিষয়ে খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের ওপর আগামীকাল মঙ্গলবার আদেশ প্রদানের দিন ধার্য করেছে আপিল বিভাগ। বিষয়টির ওপর শুনানিশেষে প্রধান বিচারপতি মো: মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ আজ এ আদেশ দেয়।