মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদাকে
ফাইল ছবি
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।
শনিবার (১০ জুন) দিনগত রাত ২টা ৩৫ মিনিটে বিএনপির প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই ম্যাডামকে (খালেদা জিয়া) জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
দলটির আরেক প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে বলেন, আমি শুনেছি। ম্যাডামের বাসার দিকে যাচ্ছি। দোয়া করবেন।
এরইমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার বাসায় এসেছেন।
কেএইচ/এমকেআর
সর্বশেষ - রাজনীতি
- ১ বাংলাদেশ যেন ফের ফ্যাসিবাদের পরিচিতি না পায়: মঈন খান
- ২ তারেক রহমানকে স্বাগত জানাতে সালাহউদ্দিন-রিজভীর নেতৃত্বে কমিটি গঠন
- ৩ খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান শামসুল ইসলাম
- ৪ তারেকের প্রত্যাবর্তনে শুরু হবে গণতন্ত্র পুনরুত্থানের নতুন অধ্যায়
- ৫ একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: দুদু