শনিবার কুমিল্লা যাচ্ছেন খালেদা জিয়া
বিরোধী জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী শনিবার কুমিল্লায় যাচ্ছেন। তাকে স্বাগত জানাতে পুরো নগরী সেজেছে বর্ণিল সাজে।
৬ বছর পর কুমিল্লায় খালেদা জিয়ার এটিই প্রথম জনসভা। এ জন্য জনসভাটি সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
খালেদা জিয়ার জনসভা সফল করতে শহরজুড়ে শোভা পাচ্ছে নানা রঙ-বেরঙের শত শত পোস্টার, ডিজিটাল ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড। এ ছাড়া নির্মাণ করা হচ্ছে শতাধীক তোরণ।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে প্রতিযোগিতায় নেমেছে স্থানীয় নেতাকর্মীরা। এসব প্রচারণায় শোভা পাচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবি।
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
- ২ ফ্যাসিবাদী শক্তি রুখে দেওয়ার একমাত্র পথ ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করা
- ৩ তারেক রহমানের সঙ্গে ব্রাজিল-সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- ৪ তারেক রহমানের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম প্রতিনিধিদলের বৈঠক
- ৫ তারেক রহমানের গাড়িতে খাম সেঁটে দেওয়া বাইকার এখনো শনাক্ত হননি