মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না
রেলমন্ত্রী মজিবুল হক বলেছেন, মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না, সরকার পরিবর্তনের একমাত্র পথ হলো নির্বাচন।
গত নির্বাচনে খালেদা জিয়াকে আসার আহ্বান জানানো হলে তিনি না এসে জ্বালাও-পোড়াও এবং পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেছেন।
শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্কুলের প্রাক্তন ছাত্র মুক্তিযোদ্ধা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবাহান ভুইয়া হাছান, পৌর মেয়র মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, উপজেলা আওয়ামী লীগ নেতা মোশারেফ হোসেন প্রমুখ।
কামাল উদ্দিন/এআরএ
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা
- ২ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে
- ৩ খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানালেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
- ৪ জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত
- ৫ বিকেলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ব্রিফ করবেন ডা. জাহিদ