পালিয়ে বেড়াচ্ছেন সিলেটের মেয়র
সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে তিনি সিলেটে অনুপস্থিত। কোনো সভা বা করপোরেশনেও তাকে দেখা যাচ্ছে না।
গত ১৩ নভেম্বর হবিগঞ্জের একটি আদালতে সাবেক অর্থমন্ত্রী হত্যা মামলার সমপূরক চার্জশিট জমা দেয় পুলিশ। এদিকে আগামী ৩ ডিসেম্বর আদালত পুলিশের দেয়া সম্পূরক চার্জশিট গ্রহণের কথা রয়েছে বলে জানা গেছে।
চার্জশিটে আসামি হওয়ার পর থেকে মেয়র আরিফকে আর সিলেটের কোনো সভা সমাবেশ বা তার অফিসে দেখা যাচ্ছে না। তবে সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মঈন উদ্দিন মঞ্জু বলেছেন, মেয়র আরিফুল হক চৌধুরী একটি মামলা সংক্রান্ত কাজে ব্যস্ত রয়েছেন। তিনি শিগগিরই সবার সান্নিধ্যে আসবেন।
তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আরিফুল হক আইনি প্রস্তুতি সমপন্ন করে হবিগঞ্জের নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন। এদিকে স্থানীয় বিএনপিসহ বিভিন্ন সংগঠন মেয়র আরিফের নাম চার্জশিট থেকে বাদ দিতে আন্দোলন কর্মসূচি পালন করে আসছে।
সর্বশেষ - রাজনীতি
- ১ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
- ২ তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
- ৩ ফ্যাসিবাদী শক্তি রুখে দেওয়ার একমাত্র পথ ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করা
- ৪ তারেক রহমানের সঙ্গে ব্রাজিল-সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- ৫ তারেক রহমানের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম প্রতিনিধিদলের বৈঠক