রানি এলিজাবেথ ও আকবর আলি খানের মৃত্যুতে ফখরুলের শোক
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ও বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে এ শোক প্রকাশ করে তাদের আত্মার শান্তি কামনা করেন তিনি।
শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, আকবর আলি খান একজন বহুমাত্রিক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।
কর্ম জীবনে মাঠপর্যায়ের প্রশাসন থেকে শুরু করে প্রশাসনের সব স্তরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।
এর আগে রাতে আকবর আলি খান অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া একই দিন স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার বয়স হয়েছিল ৯৬ বছর।
কেএইচ/জেডএইচ
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা
- ২ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে
- ৩ খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানালেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
- ৪ জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত
- ৫ বিকেলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ব্রিফ করবেন ডা. জাহিদ