ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

মুন্সিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ: প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২

মুন্সিগঞ্জে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলটি নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। পরে নাইটেঙ্গেল মোড় ঘুরে পুনরায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান বাপ্পি, ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী অংশ নেন।

jagonews24

এর আগে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মুন্সিগঞ্জ শহরের মুক্তারপুর এলাকায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ, সাংবাদিকসহ অন্তত অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

এসময় আটটি মোটরসাইকেল ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেয় বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় আটজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

কেএইচ/ইএ/জিকেএস