ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির জয়

প্রকাশিত: ০৫:৫৮ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সভাপতিসহ ১০টি পদে জয়ী হয়েছে। অপরদিকে ক্ষমতাশীল আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ সাতটি পদে জয়ী হয়েছে। তবে কোনো গুরুত্বপূর্ণ পদ পায়নি। সাধারণ সম্পাদকসহ দু’টি পদে জয় পেয়েছে বাম সমর্থিত সমমনা আইনজীবী সংসদ।

সভাপতি পদে বিএনপি সমর্থিত ঐক্য পরিষদের প্রার্থী মোহাম্মদ কফিল উদ্দিন চৌধুরী ১ হাজার ২৭৮ ভোট নিয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদের প্রার্থী রতন কুমার রায় পেয়েছেন ৯০৭ ভোট। সমমনার প্রার্থী হিসেবে একই পদে ৬২০ ভোট পেয়েছেন হুমায়ন কবির।

সাধারণ সম্পাদক পদে সমমনার এস এম জাহেদ বীরু ১ হাজার ২০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম  প্রতিদ্বন্ধী সমন্বয় পরিষদের মোহাম্মদ আবু হানিফ পেয়েছেন ৮১৬ ভোট। ঐক্য পরিষদের এস ইউ নূরুল ইসলাম ভোট ৭৭৫টি।

জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে ৯৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সমন্বয় পরিষদের মুজিবুর রহমান চৌধুরী। সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন ঐক্য পরিষদের এইচ এস আবুল হাসান, তিনি পেয়েছেন ১ হাজার ৪৯২ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে সমমনার মোহাম্মদ রাসেল বিজয়ী হয়েছেন ৯৬০ ভোট পেয়ে। অর্থ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ঐক্য পরিষদের মোহাম্মদ সাইফুদ্দিন, তিনি পেয়েছেন ১ হাজার ৬৪৮ ভোট। পাঠাগার সম্পাদক পদে বিজয়ী ঐক্য পরিষদের ফজলুল বারীর ভোট ১ হাজার ২২৪। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী সমন্বয়ের দুলাল চন্দ্র দেবনাথ পেয়েছেন ১ হাজার ৩৫ ভোট।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ঐক্য পরিষদের মোহাম্মদ রায়হান সালেহীন, ভোট পেয়েছেন ১ হাজার ২৭০টি।

এছাড়া নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন সমন্বয় পরিষদের আজহারুল হক, মোহাম্মদ ফখরুল ইসলাম, মোহাম্মদ মনিরুজ্জামান, রুবেল কুমার দেব অপু ও শুভাশীষ শর্মা। ঐক্য পরিষদ থেকে নির্বাহী সদস্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন- মিনহাজ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান, মো. নাসির উদ্দিন আহম্মদ খান, রাশেদুল ইসলাম চৌধুরী ও শফিকুল আলম লিটন।

উল্লেখ্য, ঢাকার পর বাংলাদেশের সবচেয়ে বড় বার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

জীবন মুছা/আরএস/আরআইপি