ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

নয়াপল্টনে ছাত্রদলের শোডাউন

প্রকাশিত: ১০:০৮ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

বিদ্রোহীরা আজও নয়াপল্টনে আসতে পারে এমন সংবাদেই ভিত্তিতেই নয়াপল্টনে শোডাউন করে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটির নেতারা।

বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় বিক্ষোভ মিছিলটি বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে ফের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

জানা গেছে, দুপুরের মধ্যে বিদ্রোহী নেতারা কার্যালয়ে এসে বিক্ষোভ করবেন এমন সংবাদ শোনা গেলেও বিকেল ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্রোহীদের নয়াপল্টনে আসার সংবাদ পাওয়া যায়নি।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী মিছিলে নেতৃত্ব দেন। এ সময় কেন্দ্রীয় ও ঢাকা মহানগর বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতারা মিছিলে অংশ নেন।

এমএম/জেএইচ/এমএস