মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রকাশ করবে বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রকাশ করে তাদের পরিবারকে পূর্ণবাসিত করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবদল ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ, তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং মির্জা আব্বাসের নিঃশর্ত মুক্তির দাবিতে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সারাদেশের সব মুক্তিযুদ্ধার তালিকা করে তা প্রকাশ করা হবে এবং তাদের মর্যাদা রক্ষায় যা যা করার তাই করবে।
আওয়ামী লীগ লুঠপাট করার জন্য মুক্তিযুদ্ধাদের তালিকা করছে না, এ তালিকা করতে ৪৪ বছর দরকার হয় না। দুই বছরের মধ্যেই এ তালিকা প্রকাশ করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
বিএনপির এই নেতা বলেন, বঙ্গবন্ধুর সময় শহীদ মুক্তিযুদ্ধাদের তালিকা কারার জন্য কমিশন গঠন করা হয়েছে। তারা ৪৪ হাজার শহীদের তালিকা করেছেন। এর বেশি খুঁজে পাননি। এখনও ওই কমিশনের দুই সদস্য জীবিত রয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।
আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সমালোচনা করে গয়েশ্বর বলেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের ৪৩ জন সিএসপি অফিসার ছিলেন, তাদের মধ্যে ১৩ জন যুদ্ধে অংশ নিয়েছে। তিনি প্রশ্ন করে বলেন, বাকিরা তখন কই ছিলেন?
তিনি আরো বলেন, এইচটি ইমাম, মহিউদ্দিন খান আলমগীররা তখন মুক্তিযুদ্ধে অংশ নেননি। এখন যখন তারা মুক্তিযুদ্ধাদের নিয়ে সমালোচনা করে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন তখন আর্চয্য লাগে। সেই পাকিস্তানের দালালরা এখন মক্তিযুদ্ধা হয়ে উঠেছে।
তিনি বলেন, সারাদেশ এখন জেল খানায় রূপান্তরিত হয়েছে। এছাড়া সমাবেশ থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলের সব নেতাকর্মীর মুক্তি দাবি করা হয়।
যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাসুদ আলম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস প্রমুখ।
এএম/জেএইচ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানালেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
- ২ জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত
- ৩ বিকেলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ব্রিফ করবেন ডা. জাহিদ
- ৪ যে কোনো মুহূর্তে দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু
- ৫ ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবের ফ্রি মেডিকেল ক্যাম্প