সম্মেলনের তারিখ ঘোষণার অপেক্ষায় মধুর ক্যান্টিনে ছাত্রলীগ
মধুর ক্যান্টিনে সম্মেলনপ্রত্যাশী ছাত্রলীগের নেতারা/ছবি: জাগো নিউজ
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চলছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক। শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। ঘোষণা আসতে পারে সম্মেলনের দিনক্ষণের। এ আশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে জড়ো হয়েছেন ছাত্রলীগের সম্মেলনপ্রত্যাশীরা।
শুক্রবার জুমার নামাজের পর থেকেই তারা মধুর ক্যান্টিনে অবস্থান করছেন। সম্মেলনের ঘোষণা আসলে আনন্দ মিছিলও বের করতে পারেন আগামীতে ছাত্রলীগের নেতৃত্বপ্রত্যাশীরা।

মধুর ক্যান্টিনে জড়ো হওয়াদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি কামাল খান, মাজহারুল ইসলাম শামীম, সোহান খান, ইমরুল হাসান নিশু, আওলাদ খান, ইয়াজ আল রিয়াদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব খান, আরিফুজ্জামান আল ইমরান, পরিবেশবিষয়ক সম্পাদক শামীম পারভেজ, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক রনি মুহাম্মদ, উপ-সমাজসেবা সম্পাদক তানভীর হাসান সৈকত, সহ-সম্পাদক সোহেল রানা, সদস্য পরশ রাফজান জানী, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আমির হামজা প্রমুখ।
সম্মেলনপ্রত্যাশীরা জানান, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণার সম্ভাবনা রয়েছে। এ কারণে তারা জুমার নামাজের পর থেকে মধুর ক্যান্টিনে অবস্থান করছেন। তারিখ ঘোষণা করা হলে ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করবেন।
আল-সাদী ভূঁইয়া/এএএইচ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়া ছিলেন দুঃখের পাষাণে গড়া শুভ্র চন্দনের মতো: আলাল
- ২ ঢাকা-১১ আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
- ৩ ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত, জানাজায় অংশ নেওয়ার অনুরোধ
- ৪ খালেদা জিয়ার আপসহীন মনোভাব মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছে: নাহিদ
- ৫ জানাজায় অংশ নিতে ভোলা থেকে লঞ্চে যাচ্ছেন ২০ হাজার নেতাকর্মী