ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ইউপি ও পৌর নির্বাচনে জাপার প্রার্থী তালিকা চূড়ান্তকরণ শুরু

প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য সারাদেশ থেকে আগ্রহী প্রার্থীদের তালিকা চূড়ান্তকরণ প্রক্রিয়া শুরু করেছে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। শনিবার দলটির এক বর্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, আগামী মঙ্গলবারের (১৬ ফ্রেব্রুয়ারি) মধ্যে প্রত্যেক জেলার সভাপতি কিংবা সাধারণ সম্পাদকদের তাদের জেলায় পৌরসভা ও ইউপি নির্বাচনের জন্য প্রার্থীর নামের তালিকা কেন্দ্রীয় দফতর কাকরাইলে জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক সুলতান মাহমুদ স্বাক্ষরিত এ বার্তায় মনোনীত প্রার্থীদেরকে আগামী ১৭, ১৮ (ফ্রেব্রুয়ারি ) তারিখে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে (সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) উপস্থিত হয়ে মনোনয়নপত্র সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এএম/বিএ