জামায়াতকে নিষিদ্ধ করে সম্পদ বাজেয়াপ্তের দাবি
জামায়াত নিষিদ্ধ করাসহ যুদ্ধাপরাধী ও জামায়াতের সকল সংস্থার সম্পদ বাজেয়াপ্তের দাবি জানিয়েছে ঐক্য ন্যাপ। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময়ের মতই সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী ঐক্যবদ্ধ জাতীয় অভিযান জোরদার করতে হবে। জামায়াতকে নিষিদ্ধ, তাদের সহায় সম্পদ বাজেয়াপ্ত করার বিকল্প নেই।
সরকারের উদ্দেশ্যে তারা বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির পায়তারা বন্ধ করতে হবে। বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে উদ্যোগ নিতে হবে।
সংগঠনের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের সভাপতিত্বে মানবন্ধনে উপস্থিত ছিলেন- সভাপতিমণ্ডলীর সদস্য এস এম এ সবুর, আব্দুল মুনায়েম নেহেরু, সাধারণ সম্পাদক আলিজা হাসান প্রমুখ।
এএস/এসএইচএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা
- ২ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে
- ৩ খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানালেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
- ৪ জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত
- ৫ বিকেলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ব্রিফ করবেন ডা. জাহিদ