রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন খালেদা জিয়া : নানক
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সরকার ও সরকারের বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার বিরুদ্ধে বিদেশী বিভিন্ন সংগঠনের কাছে উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক। সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র রাজনৈতিক কার্যালেয় দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গত ২৯ নভেম্বর কুমিল্লায় খালেদা জিয়ার জনসভায় দেওয়া ভাষণের প্রতিবাদ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে নানক বলেন, বিএনপি ও জামাত জোটের নেত্রী খালেদা জিয়া নিজের অতীত অপকর্ম, দুঃশাসন আড়াল করতে অতি সম্প্রতি মাত্রাতিরিক্তভাবে অসত্য, অসৌজন্যমূলক, অশোভন এবং তথ্য বিকৃতির মধ্য দিয়ে গণতন্ত্রপ্রিয় দেশবাসীর কাছে বিভ্রান্তি ছড়িয়ে দূরভিসন্ধিমূলক তৎপরতায় লিপ্ত হয়েছে।
তিনি প্রশ্ন রেখে বলেন, নতুন পরিবর্তনের কথা বলে তিনি কি নতুন করে হাওয়া ভবন তৈরির ইঙ্গিত করেছেন? পুনরায় তাঁর পুত্র তারেক রহমানকে দুর্নীতির বরপুত্র রূপে বাংলার জনগণের সামনে উপস্থাপন করতে চান?
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া বর্তমান সরকারকে খুনি সরকার বলেছেন। ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করার নামে সারা দেশে যে নারকীয় হত্যাকাণ্ড তিনি চালিয়েছেন, এমনকি নির্বাচনের দিন নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত অফিসারসহ সাধারণ জনগণকে যেভাবে হত্যা করেছেন তাতে সেদিন বেশি দূরে নয়, বাংলার জনগণ খালেদা জিয়াকে খুনির কাঠগড়ায় দাঁড় করাবে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সম্পর্কে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে নানক বলেন, আজকে বেগম খালেদা জিয়া র্যাবের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছেন। অথচ এই র্যাব তৈরি করেছিলেন তিনি নিজেই। নিজের তৈরি জিনিসটিকে তিনি কলঙ্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন, যা বাংলার জনগণ কোনোভাবেই মেনে নেবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ডা. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, এস এম কামাল হোসেন ও আমিনুল ইসলাম প্রমুখ।
সর্বশেষ - রাজনীতি
- ১ নির্বাচনি তহবিলে ১৪ ঘণ্টায় সাড়ে ২৩ লাখ টাকা পেলেন তাসনিম জারা
- ২ আপনারা হাদিকে হত্যা করিয়ে এখন নির্বাচন বানচালের চেষ্টা করছেন
- ৩ ‘লিডার আসছে’ ব্যানার-বিলবোর্ডে ছেয়ে গেছে ঢাকা
- ৪ চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে ইসলামী আন্দোলনের বৈঠক
- ৫ ২৫ ডিসেম্বর তারেক রহমানের সংবর্ধনায় মানুষের মহামিলন হবে