বিএনপি আন্দোলন করলে নির্বাচন এক বছর পেছাবে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে তবে নির্বাচনের সময় আরো এক বছর পিছিয়ে দেওয়া হবে। যদি নির্বাচন হয় আর বিএনপি তাতে অংশগ্রহণ করে তবে ব্রাজিলের মতোই চূড়ান্ত পরাজয় হবে বিএনপির।
বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত গণতন্ত্র অবরোধ দিবস উপলক্ষে আজ বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে নাসিম এ সব কথা বলেন।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিক মাহমুদ চৌধুরী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোকন প্রমুখ।
সর্বশেষ - রাজনীতি
- ১ হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে কফিন মিছিল, বিক্ষোভ-ব্লকেড
- ২ হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে শিবিরের বিক্ষোভ মিছিল
- ৩ খালেদা জিয়ার শরীরে ছোট একটি চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে
- ৪ সরকারকে পরিস্থিতি আন্দাজ করা উচিত ছিল: সালাহউদ্দিন
- ৫ হাদির খুনিদের গ্রেফতার নিশ্চিত করতে হবে: সম্মিলিত নারী প্রয়াস