ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে সম্পদ লুন্ঠিত হয় : নাসিম

প্রকাশিত: ০১:৩৩ পিএম, ০১ ডিসেম্বর ২০১৪

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়, জনকল্যাণে কাজ করে আর খালেদা জিয়ার দল ক্ষমতায় এলে দেশের সম্পদ লুন্ঠিত হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার কাজীপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ঢেকুরিয়া হাট চত্বরে অনুষ্ঠিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

যে কোনে দেশের উন্নয়নের জন্য স্থিতিশীল পরিস্থিতি ও গণতান্ত্রিক সরকার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ৫ জানুয়ারীর নির্বাচনের পর দেশে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশ এখন উন্নয়ন ক্ষেত্রে বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে।

৫ জানুয়ারীর নির্বাচন প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, এ নির্বাচন না হলে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হতো, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বাধাগ্রস্ত হতো। কিন্তু খালেদা জিয়ার দল তো উন্নয়নে বিশ্বাসী নয় তারা চায় ধ্বংসলীলা। তাই তারা নির্বাচন বানচাল করার জন্য যুদ্ধাপরাধীদের দল জামায়াতকে সঙ্গে নিয়ে হত্যা, অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাটসহ মানুষ হত্যা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের দিন শেষ হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত বর্তমান সরকারের মেয়াদ শেষে হবে ২০১৯ সালে। এর আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দেবেন তারাই পরবর্তী সরকার গঠন করবেন।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বর্তমান সরকার জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশে এখন ব্যাপকভাবে উন্নয়ন কাজ চলছে। নিরবিচ্ছিন্ন উন্নয়নের জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। বেগম খালেদা জিয়া উন্নয়ন চান না, তাই বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্রে লিপ্ত থাকেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, উপজেলা নির্বাহী অফিসার মাইজবাড়ি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন তালুকদার,লুৎফর রহমান, জিয়াউর রহমান স্বাধীন, আল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।