ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক রাতে

প্রকাশিত: ০৮:০৭ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্যরা মঙ্গলবার রাতে বৈঠকে বসতে যাচ্ছেন। আজ রাত ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসবভন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাই পদ্ধতিসহ সার্বিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। তবে রাজনীতির সার্বিক বিষয়ও আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকে গুরুত্ব পেতে পারে আগামী ২৮ মার্চ দলের জাতীয় কাউন্সিলের বিষয়টিও।

দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম কমিটির সদস্যদের বৈঠকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

এএসএস/এআরএস/এমএস