‘ইসলাম বিতর্ক’ নিয়ে আন্দোলনে নামছে ইসলামী দলগুলো
ফাইল ছবি
‘ইসলাম বিতর্ক’ বইটিতে ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হওয়ার উপাদান আছে- এমন অভিযোগ ওঠার পর এই ইস্যু নিয়ে এখন আন্দোলনে যাওয়ার চিন্তাভাবনা শুরু হয়েছে একটি মহলে। আর এ আন্দোলন শুরু হতে পারে শুক্রবার থেকেই। আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার বায়তুল মোকাররম মসজিদ থেকে বিক্ষোভ কর্মসূচির ভাবনা চলছে।
ইসলাম বিতর্ক বইটি যে প্রকাশনা সংস্থা থেকে বের করা হয়েছে, সোমবার বইমেলায় বদ্বীপ নামে ওই প্রকাশনীর একটি স্টল পুলিশ সিলগালা করে দেয়ার পর মঙ্গলবার নিজেদের মধ্যে বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী ঐক্যজোটের কয়েকটি দল। এরই মধ্যে অবশ্য ওই বইয়ের প্রকাশক এবং আরো দুজনকে আদালতে হাজির করার পর রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৈঠক সূত্র জানিয়েছে, এ ইস্যু নিয়ে আন্দোলনে যাওয়ার জন্য একমত হয়েছেন বেশিরভাগ নেতাই।
খেলাফতে ইসলামী বাংলাদেশের আমির ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, ‘ইসলাম বিতর্ক নামক বই প্রকাশ করে নাস্তিক শামসুজ্জোহা মানিক গংদের গ্রেফতার ও রিমান্ডে নেয়ায় আমরা সাময়িক আনন্দিত। তবে গ্রেফতার ও রিমান্ড নিয়ে কোনো নাটকের অবতারণা করা হলে এদেশের মুসলমানরা ঘরে বসে থাকবে না।’
মাওলানা হাসানাত আমিনী আরো বলেন, বাংলাদেশের মাটি ও মানুষের সঙ্গে মিশে আছে ইসলাম। সুতরাং সংখ্যাগরিষ্ঠ মুসলমান অধ্যুষিত এই দেশকে যারা নাস্তিকদের কদর রাজ্য বানাতে চায় তাদের ঠাঁই এ দেশে হবে না।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর সভাপতি অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দীন বলেছেন, ‘‘বিতর্কিত ‘ইসলাম বিতর্ক’ বইটিতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে গ্রেফতারকৃত ব-দ্বীপ প্রকাশনীর মালিক শামসুজ্জোহা মানিককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সঙ্গে সঙ্গে বাংলা একাডেমির বইমেলার আরো ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী প্রকাশনাগুলোকে খুঁজে বের করতে হবে।’
ধর্মদ্রোহীদের শাস্তির আইন না থাকায় ধর্মীয় অনুভূতিতে আঘাত অব্যাহতভাবে চলছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘নাস্তিক-মুরতাদদের আস্ফালন মেনে নেয়া হবে না। ইসলাম ও নবী করীমকে (সা.) নিয়ে কোনো প্রকার কটূক্তি বরদাশত করা হবে না।
এএম/এনএফ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানালেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
- ২ জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত
- ৩ বিকেলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ব্রিফ করবেন ডা. জাহিদ
- ৪ যে কোনো মুহূর্তে দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু
- ৫ ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবের ফ্রি মেডিকেল ক্যাম্প