প্রকাশিত সংবাদ প্রসঙ্গে
গত ১১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ‘প্রচার লীগের স্বঘোষিত সভাপতির প্রতারণা-বাণিজ্য তুঙ্গে’ শিরোনামে জাগো নিউজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির (বাংলাদেশ আওয়ামী প্রচারলীগ) সভাপতি শেখ ইকবাল।
তার স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলা হয়েছে, প্রকাশিত প্রতিবেদনটি মনগড়া ও অসত্য। রাজনীতি করা কোনো অন্যায় নয়, এমনকি দল করা বা নেতৃত্ব দেওয়াও অন্যায় নয়। এ সংগঠনের একাধিক অনুষ্ঠানে দেশের প্রতিথযশা ও বরেণ্য রাজনৈতিক ব্যক্তিরা অংশ নিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দও আওয়ামী প্রচার লীগের কথা জানেন বলেও প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়েছে।
নামের আগে ‘শেখ’ প্রসঙ্গে তিনি বলেছেন, “বংশ পরম্পরায় আমরা শেখ বংশের লোক। শেখ বংশের লোক হলেই প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) আত্মীয় হতে হবে এমন যুক্তি কোথায় পেলেন।”
চাঁদাবাজির প্রসঙ্গে বলা হয়েছে, “দেশের কোনো থানায় আমার বিরুদ্ধে মামলা কেন একটি সাধারণ ডায়েরিও খুঁজে পাবেন না। ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা আছে -এটা না বুঝে শুনেই করা হয়েছে। অ্যাকাউন্টের হিসেব-নিকাশ যাচাই করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।”
আরএস/এইচআর/পিআর