ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

কাউন্সিল করবো কোথায়? প্রশ্ন খালেদার

প্রকাশিত: ০৫:২৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘সরকার একদিকে বলছে বিএনপির কাউন্সিলে বাধা দেবে না, অন্যদিকে কাউন্সিলের জন্য জায়গাও দিচ্ছে না। তাহলে কাউন্সিল করবো কোথায়? আমার ঘরে না পার্টি অফিসে?’

বৃহস্পতিবার রাতে জাতীয়তাবাদী তাঁতীদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় খালেদা জিয়া বলেন, ‘আন্দোলন বড় কথা না, এখন সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। জাগাতে হবে। তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ শেখাতে হবে।’

সরকারের কঠোর সমালোচনা করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘ভোটারবিহীন এ সরকার বৈধ নয়। পুলিশবাহিনী বলছে, তারা সরকার টিকিয়ে রাখছে। পুলিশ ফ্রি স্টাইলে চাঁদাবাজি করছে। এদের কাছ থেকে সামান্য টি-টলের দোকানদারও রেহাই পায়নি। রিকশাচালক, ভ্যানচালকরাও চাঁদা না দেয়ায় তাদের গুলি করা হচ্ছে।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘সব পুলিশ খারাপ, ঢালাওভাবে তা বলছি না। তাদের বুঝতে হবে, তারা বাংলাদেশের মানুষ। বিচারবিভাগ নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা নেই। বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। বাকস্বাধীনতা নেই।’

খালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া দেশের কোনো মানুষ নিরাপদ নয়। মুসলিমরা শান্তিপূর্ণভাবে নামাজ পড়তে পারছে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ নিরাপদে তাদের ধর্ম পালন করতে পারছেন না।’

গ্যাস সঙ্কট, ঢাকা-চট্টগ্রাম ফোরলেনে ব্যায় বাড়ানো, সাগর-রুনির হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের কঠোর সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘অত্যাচার যত বাড়বে মানুষ তত সচেতন হবে ঐক্যবদ্ধ হবে।’

তাঁতীদলকে শক্তিশালী করতে দিক নির্দেশনা দিতে গিয়ে খালেদা জিয়া বলেন, ‘প্রকৃত তাঁতীদের নিয়ে সংগঠন করতে হবে। অফিসে বসে কমিটি নয়, কাউন্সিল করে ভোটাভুটির মাধ্যমে কমিটি করতে হবে। একজন একাধিক দলে থাকতে পারবেন না। একাধিক পদ নিয়ে একজন লোক না থাকে সেটা আমরা চিন্তা করছি।’

এসময় সংগঠন শক্তিশালী করে জনগণের সঙ্গে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি চেয়ারপারসন।

এতে অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম তরিকুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএম/বিএ