শনিবার ২৫০ প্রার্থীকে প্রত্যয়নপত্র দেবে বিএনপি
মনোনয়নপত্র বিতরনের প্রথমদিন (শুক্রবার) প্রায় ২০০ জনকে দলীয় মনোয়নপত্র দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। তবে বলা হয়েছিল ২৫০ প্রার্থীকে মনোনয়নপত্র দেবেন তারা। এদিকে শনিবার আরো ২৫০ প্রার্থীকে দলীয় মনোনয়নপত্র দেবে বিএনপি। দলের সহ-প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।
এমরান সালেহ প্রিন্স জানান, শুক্রবার প্রায় ২০০ জন দলীয় মনোনয়নপত্র দিয়েছেন তারা। আজও দলীয় মনোনয়নপত্র দেবেন তারা। তবে যাদেরকে ইতিমধ্যে মনোনয়নপত্র দিয়েছেন সেই তালিকা অগুছালো রয়েছে। আজ সেগুলো আনুষ্ঠানিকভাবে তালিকা করবেন।
এর আগে শুক্রবার রাতে বগুড়ার তানুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী মো. মোজাফফর হোসেন খন্দকারকে প্রত্যয়নপত্র দেয়ার মাধ্যমে প্রার্থীদের মধ্যে দলীয় প্রত্যয়নপত্র দেয়া শুরু করেছে দলটি।
দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রত্যয়নপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এদিকে, প্রত্যয়নপত্র বিতরণ উপলক্ষে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভিড় করেছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রার্থী, সমর্থক ও নেতাকর্মীরা।
এমএম/জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত গঠনে সারাদেশে প্রচারণা চালাবে ৮ দল
- ২ রাজনীতিতে নানা জোট-মহাজোট হচ্ছে, আমরা স্বাগত জানাই: রেজাউল করীম
- ৩ চট্টগ্রাম নগর জামায়াতের সঙ্গে মার্কিন দূতাবাসের কাউন্সেলরের বৈঠক
- ৪ বিশেষ একজন ছাড়া সবাই খারাপ, এই ধারণার পরিবর্তন জরুরি: তারেক রহমান
- ৫ আমার প্রথম প্রতীক ছিল ‘সাইকেল’: ফেসবুকে স্মৃতিচারণ মির্জা ফখরুলের