ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ফখরুলসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১২ মার্চ

প্রকাশিত: ০৬:১৪ এএম, ০৪ ডিসেম্বর ২০১৪

হরতালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ১২ মার্চ ধার্য করেছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ বৃহস্পতিবার এ দিন ধার্য করেন। এদিন এ মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। তবে অন্য আসামিরা আদালতে হাজির না হওয়ায় আসামি পক্ষের আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ সময়ের আবেদন করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ২ মার্চ ২০১৩ তারিখ রমনা থানাধীন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

৫ জুলাই ২০১৪ তারিখে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক দীপক কুমার দাস বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ ৪১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।