ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

তেল মারা বন্ধ করুন : ইনু

প্রকাশিত: ০৭:১০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

তেল মারা (আদিখ্যাতা) বন্ধ করে ১৫ সংশোধনীর আলোকে সংবিধানের ৪টি মূল স্তম্ভকে মেনে প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে দেশ গড়ার কাজকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
 
রোববার সকাল ১১টায় রাজধানীস্থ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
 
৯ম-৬ষ্ঠ গ্রেডের (প্রথম শ্রেণি) কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ পাঠ্যধারা উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট।
 
তিনি বলেন, স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন, ‘আদিখ্যাতা বন্ধ করে কাজ করুন। কিন্তু আমরা কি করছি? আমরা সবাই কাজের কাজ বাদ দিয়ে তেল মেরে যাচ্ছি। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাদের কাজ তেল মারা না সংবিধান অনুযায়ী কাজ করে যাওয়া।’
 
তথ্যমন্ত্রী বলেন, দেশে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অনুযায়ী কাজ চলছে। আমাদের সবাইকে এর সঙ্গে কাজ করতে হবে।

Hashnul-hak-enu
 
তিনি বলেন, ‘প্রজাতন্ত্রের অনেক কর্মচারী রয়েছেন যারা কিনা সংবিধানের ৪টি স্তম্ভের মধ্যে গণতন্ত্রকে মানতে চাইলেও সমগুরুত্বপূর্ণ সমাজতন্ত্রকে মানতে চান না। সমাজতন্ত্র ছাড়া সমাজে বৈষম্য দূর করা সম্ভব না। সাম্প্রদায়িক সম্প্রীতি, নারী পুরুষ বৈষম্য, লিঙ্গ বৈষম্য, ধর্মে ধর্মে, জাতিতে ও রাষ্ট্রের প্রতিষ্ঠানেও বৈষম্য দূর করা সম্ভব না।’
 
হাসানুল হক ইনু বলেন, “অক্ষম ও দুর্বলরাই কাজরে বিপরীতে অজুহাত দাঁড় করায়। আসলে কর্মজীবনে অজুহাত বাধা হতে পারে না। অনেকে না জেনেও জানার ভান করে থাকেন। আমাদের এ খোলস ভাঙতে হবে।”

মন্ত্রী বলেন, আসলে সফলতা ও ব্যর্থতা উনিশ আর বিশ। আপনি ৩৯ এ ব্যর্থ কিন্তু ৪০এ সফল। আজ আপনি ব্যর্থ কাল আপনি চেষ্টা করলে সফল হবেন।
 
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক একেএম শামীম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিটিভির মহাপরিচালক এসএম হারুন অর রশিদ, পাঠ্যধারা পরিচালক শারকে চামান খান, পাঠ্যধারা উপদেষ্টা সুফী জাকির হোসেন।

জেইউ/এসকেডি/এমএস