দেশে গণতন্ত্রের লেশ মাত্র নেই : দুদু
‘স্বাধীনতা মানে গণতন্ত্র, আর গণতন্ত্র মানেই আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো। কিন্তু বর্তমানে দেশে তার লেশ মাত্র নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে চাষী নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
শাসকগোষ্ঠীকে মানবতাবিরোধী আখ্যায়িত করে বিএনপির এই নেতা বলেন, ‘ভিন্নমত পোষণ এদের সহ্য হয় না এরা ৭১ বিরোধী গণতন্ত্র বিরোধী।
তিনি নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আসুন চাষী নজরুলের পথ অনুসরণ করে গণতন্ত্র বিরোধী এই ভোটবিহীন সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামে শামিল হই।
আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান প্রসঙ্গে তিনি বলেন, ‘মাহফুজ আনামসহ অনেককে নিয়ে কথা হচ্ছে কিন্তু তাকে (মাহমুদুর) নিয়ে কোন কথা হচ্ছে না। এটা অত্যন্ত দুঃখের বিষয়।
আয়োজক সংগঠনের সভাপতি শাহাদত হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চাষী নজরুলের স্ত্রী জোসনা কাজী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের মহাসচিব রফিকুল ইসলাম রফিক, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
এএস/জেএইচ/আরআইপি