দেশ গড়ার জন্যই আ.লীগের সঙ্গে আছি : আনিসুল
দেশ গড়া এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আওয়ামী লীগের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
রোববার বিকেলে সুনামগঞ্জে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদফতরের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, খুব অল্প সময়ে দেশ অনেক এগিয়েছে। অনেক ক্ষেত্রে আমরা ভারতের চেয়ে এগিয়ে আছি। প্রধানমন্ত্রী দেশকে বদলাতে চান, পরিবর্তন চান। আমরা সবাই মিলে তার নেতৃত্বে কাজ করে যাচ্ছি।
মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন তখন এ নিয়ে অনেকেই হাসিঠাট্টা করেছিলেন। কিন্তু আজ দেশের মানুষ ডিজিটাল বাংলাদেশে সুফল পাচ্ছে। জনগণকে বুঝতে হবে উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। বোমা মারা, বাসে আগুন দেয়ার নাম রাজনীতি হতে পারে না।
দেশের অগ্রগতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে রিজার্ভ, মানুষের অনেক আয় বেড়েছে। খাদ্যে দেশ আজ স্বয়ংসম্পূর্ণ। এটা সাধারণ মানুষ করেছেন। কিন্তু পত্রিকার পাতা খুললে মনে হয় দেশ শেষ হয়ে যাচ্ছে। সুশীল সমাজের লোকজনও ভালোটা বলতে চান না। সরকারের সব কিছুই ভালো হবে সেটা বলছি না। কিন্তু যা ভালো সেটি তো বলা উচিত।
জাতীয় পার্টির ভাঙন প্রসঙ্গে মন্ত্রী বলেন, তর্ক-বিতর্ক হবে, এই দলটি একটি গণতান্ত্রিক দল, এখানে নানা রকমের মতামত আছে, এটা একটা স্বাভাবিক বিষয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক আফরোজা মোয়াজ্জেম, সাবেক সংসদ সদস্য সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাড. আব্দুল মজিদ, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক আবদুল হাই ও সুনামগঞ্জ পুলিশ সুপার মো. হারুন অর রশীদ প্রমুখ।
ছামির মাহমুদ/এআরএ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমান প্রশ্নবিদ্ধভাবে নয়, সাবলীলভাবে দেশে আসবেন: রুমন
- ২ ঘরে বসে থাকার আর বিন্দুমাত্র সময় নেই, মাঠে যেতে হবে: তারেক রহমান
- ৩ বিজয়ী হলে সবাইকে নিয়ে কাজ করতে চান বিএনপির হাবিবুর রশিদ
- ৪ বিএনপি-জামায়াত ক্ষমতা দখলের বুদ্ধি করছে: আখতার
- ৫ দেশের ভবিষ্যৎ বিএনপির হাতে, ঐক্য না থাকলে অস্তিত্বের প্রশ্ন আসবে