ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সুইডেন শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশিত: ০৫:৪২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

আসাদুজ্জামান কাজলকে সভাপতি ও তানজিল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগের প্রবাসী সুউডেন শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এম এম জাকির হোসাইন এ কমিটি অনুমোদন করেন বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন ছাত্রলীগের আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমরান খান।

কমিটিতে আরিফ হোসেন সুমন, পলাশ পাল ও সালাহ উদ্দিন জিকুকে সহ-সভাপতি, জাকির হোসেন আপেল, হাফেজ আহমেদ, মো রনি হোসাইন, মিথুনকে যুগ্ম-সাধারণ ফয়সাল গালিব নাফি, মো. রাহিদ আহমেদ সুমন ও দিদারুল মোমেনকে  সাংগঠনিক সম্পাদক, শোভন চৌধুরীকে প্রচার সম্পাদক, বিষ্ণু কুমার রয়কে উপ-প্রচার সম্পাদক নাভান আবদুল্লাহকে দফতর সম্পাদক, রিমন সাহাকে উপ-দফতর সম্পাদক, বন্ধন শাহরিয়ার আলমকে গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, তামিস্রা বিনতে হাওয়াকে উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, রাজীব হাসান রাসেলকে সাংস্কৃতিক সম্পাদক,  রাজীব ঘোষকে উপ-সাংস্কৃতিক সম্পাদক, লুতফর রহমান কায়েসকে সমাজসেবা সম্পাদক, সালাহউদ্দিন হিমেলকে ক্রীড়া সম্পাদক, কাজী সাদমান রশিদকে উপ-ক্রীড়া সম্পাদক, মেহেদি বিন জায়েদকে পাঠাগার বিষয়ক সম্পাদক, সুজন কুরিকে উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক, মনির আহমেদ খানকে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাইফুল ইসলামকে উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, কানিজ আয়েশাকে ছাত্রী-বিষয়ক সম্পাদক, পাপিয়া আক্তারকে উপ-ছাত্রীবিষয়ক সম্পাদক, মো. আবদুল্লাহিল কাফি অর্থবিষয়ক সম্পাদক, জাহিদুল হাসান ফয়সালকে উপ-অর্থ বিষয়ক সম্পাদক, কারিন হোসাইনকে আইনবিষয়ক সম্পাদক, রায়হান কিবরিয়াকে উপ-আইন বিষয়ক সম্পাদক, পূর্ণিমা পালকে পরিবেশ বিষয়ক সম্পাদক, শেখ এ এস এ আল ফাত্তাহকে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক, মো. অমিত হোসেনকে ধর্মবিষয়ক সম্পাদক, ফরহাদ রেজাকে গণশিক্ষা বিষয়ক সম্পাদক, নাফিজ হাসান, আসাদুর রহমান রাহুল, অমিয় আরিফ, সুবীর চন্দ্র দাস, আসিফ আহমেদকে সহ-সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়ছে।

এছাড়া কমিটিতে শাহরিয়ার আলম, লিংকন হোসেন, শাহরিয়ার মাহমুদ, ইসতিয়াক মাহমুদ, মেরিয়া চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, সালাউদ্দিন সজিব, রাহাত নওয়াজেশ, কাজী শরিফুল ইসলাম ও মনি কুমারকে সদস্য করা হয়েছে।

সুব্রত মণ্ডল/বিএ

আরও পড়ুন