বিএনপির কাউন্সিল ঠেকাতে পারবে না সরকার
সরকার কোনো ষড়যন্ত্র করেই বিএনপির কাউন্সিল ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শিক্ষক কর্মচারী ঐক্যপরিষদের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা ও শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আলোচনা সভাটির আয়োজন করা হয়।
রিজভী বলেন, আগামী ১৯ মার্চ বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবেই। সরকার যত ফন্দি করুক না কেন কাউন্সিল ঠেকাতে পারবে না।
তিনি আরো বলেন, কাউন্সিল সফল করতে দলের পক্ষ থেকে পুরোদমে কাজ শুরু হয়েছে। কাউন্সিলের পর রাজপথের আন্দােলন আরো শক্তিশালী হবে।
এমএম/একে/এবিএস