পাঁচ সিটি নির্বাচন: গণমুক্তি জোটের মনোনয়ন বোর্ড গঠন

চলতি বছরের জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন শেষ করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ঠিক করতে মনোনয়ন বোর্ড গঠন করেছে নতুন রাজনৈতিক দল গণমুক্তি জোট।
মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীতে গণমুক্তি জোটের কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদের সভাপতিত্বে ও কো-চেয়ারম্যান অধ্যাপক এ আর খানের সঞ্চালনায় দলীয় সভায় এ বোর্ড গঠন করা হয়।
সভায় আসন্ন সিটি নির্বাচনকে সামনে রেখে আগ্রহীদের দলের সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, জুলাইয়ের শুরুতে ও কোরবানির ঈদের আগেই পাঁচ সিটিতে ভোট করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। গত ১৫ মার্চ কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানান, মে মাসের শেষ সপ্তাহ থেকে জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশনে নির্বাচন হবে।
এসএম/এমএএইচ/