ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

লালমনিরহাটে এরশাদের আগমনকে ঘিরে প্রস্তুতি সভা

প্রকাশিত: ১১:৫৮ এএম, ০৫ মার্চ ২০১৬

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সম্মেলন এবং পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের শুভ আগমন উপলক্ষে ব্যাপক আয়োজন করেছেন জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। শনিবার দুপুরে জেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে সম্মেলন করে জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটির সভায় এই ঘোষণা দেয়া হয়।

আগামী ১৯ মার্চ জেলা জাপার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকার সম্মতি দিয়েছেন দলটির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এরশাদ। বিশেষ অতিথি হিসেবে কো-চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব রুহুল আমীন হাওলাদার উপস্থিত থাকবেন।

এদিকে, লালমনিরহাট সদর উপজেলা পার্টির নতুন কো-চেয়ারম্যান জিএম কাদেরের নির্বাচনী এলাকা হওয়ায় নেতাকর্মীদের মাঝে এরই মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক একেএম মাহবুবুল আলম মিঠুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পর্যায়ের শীর্ষ নেতারা। তাদের মধ্যে এসকে খাজা মঈনুদ্দীন, রোকন উদ্দিন বাবুল, আছির উদ্দিন, জাহিদ হাসান ডব্লিউ, বজলার রহমান সম্মেলন সফল করার জন্য বিভিন্ন বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন।

রবিউল হাসান/এমজেড/এবিএস