সারের দাম বাড়ানোর সিদ্ধান্ত কৃষক-জনস্বার্থবিরোধী: ইসলামী আন্দোলন
ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের দাম কেজিতে পাঁচ টাকা বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (১২ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে অবিলম্বে বাড়তি দাম প্রত্যাহার করে ন্যায্যমূল্যে সারসহ অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিতের ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিবৃতিতে সই করা দুজন হলেন দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলেন, আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সারের দাম বাড়ানোর এ সিদ্ধান্ত কৃষক ও জনস্বার্থবিরোধী। সরকারের উচিত কৃষিখাতে পর্যাপ্ত ভর্তুকি দিয়ে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তা না করে মুনাফালোভী ও মধ্যস্বত্বভোগীদের স্বার্থরক্ষায় সরকার বারবার এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, যা কৃষি খাতের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
তারা বলেন, ৮ মাসের ব্যবধানে সারের দাম বৃদ্ধি উদ্বেগজনক। বিদ্যুৎ ও বীজ-সার-কীটনাশকসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধিতে উৎপাদন খরচ আগেই বেড়েছে। এখন সারের দাম বৃদ্ধি কৃষককে আরও ঋণগ্রস্ত করে ফেলবে। এমনিতেই নিত্যপণ্যের বাজারে আগুন। এর মধ্যে সারের মূল্যবৃদ্ধির কারণে কৃষকরা কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলবেন, যা আমাদের জন্য চরম বেদনাদায়ক হয়ে দাঁড়াবে।
এসএম/এএএইচ/জিকেএস