জাতীয়তাবাদী রাজনীতি ধ্বংস করতে তারেকের বিরুদ্ধে মামলা
বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতি ধ্বংস করতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বাদ আছর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
তারেক রহমানের ১০ম কারাবরণ দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল দোয়া মোনাজাতের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাজিব আহসান।
মির্জা ফখরুল বলেন, বর্তমান অবৈধ সরকার তারেক রহমানকে রাজনীতি থেকে দুরে রাখতে তার বিরুদ্ধে মামলা দিয়েছে। সম্ভাবনাময় এই তরুণ নেতাকে বেআইনিভাবে কারাগারে নিয়েছে। দেশে আসতে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
তিনি বলেন, তারেক রহমান অসুস্থ অবস্থায় লন্ডনে রয়েছেন। তিনি সুস্থ হয়ে দেশে ফিরে অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করে নেতৃত্বে ফিরবেন।
একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ষড়যন্ত্র মোকাবেলায় রাস্তায় নামি। রাজপথে নেমে তারেককে মুক্ত করি।
দোয়া ও মোনাজাতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ ছাত্রদলের মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
এমএম/একে/পিআর