ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

স্বৈরতন্ত্র দুঃশাসনের মধ্যে নারী দিবস পালন করছি : সেলিমা রহমান

প্রকাশিত: ০৬:২৪ এএম, ০৮ মার্চ ২০১৬

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেছেন, নারী দিবসে সমতার কথা বলা হলেও বাস্তবে তার চিত্র পুরোটাই ভিন্ন। একটি স্বৈরতন্ত্র দুঃশাসনের মধ্যে নারী দিবস পালন করছি।
 
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টন কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালির পূর্ববতী সমাবেশে তিনি এ কথা বলেন।

নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সুধি সমাবেশের মধ্যে সীমাবদ্ধ থাকে বলেও মন্তব্য করেন সেলিমা রহমান। তিনি বলেন, অবৈধ এ সরকারের সময় নারীর পেটের সন্তানও নিরাপদ নেই।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নারীদের জন্য যেসব কাজ করেছেন তার ধারাবাহিকতা এখন আর নেই উল্লেখ করে সেলিমা রহমান বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন। লড়াইয়ের মাধ্যমে খালেদা প্রধানমন্ত্রী হবেন। সে দিন খুব শিগগিরই আসবে।

এ সময় ঐক্যবদ্ধ হয়ে সমঅধিকার ফিরিয়ে আনার জন্য নারী নেত্রীদের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

এমএম/আরএস/পিআর