পরিচয় লুকিয়ে মাদরাসায় চাকরি, জেএমবির নারী সদস্য গ্রেফতার
রাজধানীর মিরপুর এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পরোয়ানাভুক্ত পলাতক এক নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতার নারীর নাম উম্মে কুলসুম ওরফে তামান্না ওরফে পারুমী ওরফে পারুল ওরফে আসিয়া।
বুধবার (৩ মে) এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার ভোরে এটিইউয়ের একটি দল মিরপুরে অভিযান পরিচালনা করে জেএমবির পলাতক আসামি উম্মে কুলসুম ওরফে তামান্না ওরফে পারুমী ওরফে পারুল ওরফে আসিয়াকে গ্রেফতার করে। কুলসুম ২০০৭ সালে সবুজ নামের এক ব্যক্তির মাধ্যমে জেএমবির সক্রিয় সদস্য আবু বক্কর সিদ্দিককে বিয়ে করেন। তখন থেকেই তিনি সক্রিয়ভাবে জেএমবির নানা কার্যক্রমে অংশ নেন। ২০১০ সালে তার বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানায় মামলা করা হয়। এরপর থেকে তিনি পলাতক।
আসলাম খান জানান, কুলসুম প্রথম দিকে কিছুদিন রাজধানীর মগবাজারে এক বান্ধবীর বাসায় আত্মগোপনে থাকেন। পরে টঙ্গী এলাকায় বসবাস শুরু করে ইকরা মহিলা মাদরাসা, হুজুত আলী মাদরাসা এবং দারুল উলুম মহিলা মাদরাসায় চাকরি নেন। এসময়ে সে নিজের পরিচয় গোপন রাখার চেষ্টা করে এবং পরিচয় গোপন রেখে গাজীপুরের সিটপাড়া গ্রামের ভোটার হন। এক পর্যায়ে গাজীপুর থাকাকালে নিজের ও বাবা-মায়ের নাম পরিবর্তন করে নতুন জন্মসনদ তৈরি করে ভোটার আইডি তৈরি করেন। যেখানে তার নাম আসিয়া বলে উল্লেখ রয়েছে। পরে তিনি আসিয়া নামেই ওই এলাকায় পরিচিত হন।
এটিইউ কর্মকর্তা আরও জানান, গ্রেফতারের আগে সর্বশেষ ওই নারী মিরপুর-১২ নম্বরে আসিয়া নামে বসবাস শুরু করেন। তার বিরুদ্ধে পৃথক মামলায় মোট তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরএসএম/এমকেআর/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের ‘বিশেষ’ সাক্ষাৎ
- ২ ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা: ২৭০ আসনে ‘অ্যাম্বাসেডর’ দেবে এনসিপি
- ৩ স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে তারেক রহমানের প্রতি আহ্বান সম্পাদকদের
- ৪ একের পর এক নেতাকর্মী হত্যায় ‘নীরব’ বিএনপি, তৃণমূলে বাড়ছে হতাশা
- ৫ তারেক রহমানের নির্বাচনি সফর কি সিলেট থেকেই শুরু হচ্ছে?