আ.লীগের নির্বাচনী সভায় বিএনপি নেতা বিশেষ অতিথি
আ.লীগের নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন বিএনপি নেতা খান মোজাম্মেল হক
বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী সভায় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উঠে ভোট চাইলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খান মোজাম্মেল হক।
বুধবার বিকেল ৫টায় জিউধরা ইউনিয়নের মাদরাসা বাজারে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে এমনই ব্যতিক্রম সহাবস্থান দেখা যায়।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিউধরা ইউনিয়ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা দুপুরে নির্বাচনী পথসভা ডেকেছিলেন ওই এলাকায়। পথসভায় ব্যাপক লোক সমাগম ঘটায় এক সময় তা জনসভায় পরিণত হয়। সভা চলাকালে মঞ্চে উঠে আসেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান খান মোজাম্মেল হক। কিছুক্ষণ পরে তিনি সকলকে তাক লাগিয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী থাকা সত্ত্বেও প্রকাশ্য সভায় বিএনপি নেতা মোজাম্মেল হক বলেন, উন্নয়ন ধরে রাখতে এবং সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম বাদশাকে নৌকা প্রতীকে সকলে ভোট দিবেন।
সভায় প্রথান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল হাওলাদার। সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. ফজলুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন মৃধা, খান নজরুল ইসলাম, আফজাল হোসেন মাসুম, বিএনপি নেতা হারুন অর রশিদ চুন্নু, যুবলীগ নেতা শিমুল কান্তি মিস্ত্রী ও ছাত্রলীগ নেতা আদুরী আক্তার পূর্ণিমা প্রমুখ।
শওকত আলী বাবু/এআরএ/এবিএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন
- ২ কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের
- ৩ বিএনপি সবসময়ই প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাসী: রিজভী
- ৪ খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা
- ৫ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে