বিএনপি হাঁটা শুরু করছে, হাঁটাহাঁটি করলেই ভালো: তথ্যমন্ত্রী
বিএনপি হাঁটা শুরু করছে, এই হাঁটাহাঁটি করা ভালো বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বিএনপির পদযাত্রা, সমাবেশ এবং নানা কর্মসূচির বিষয়ে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বিএনপি হাঁটা শুরু করছে, হাঁটুক। উনারা কিছুদিন আগে হেঁটেছেন এখন আবার সমাবেশ করবেন বলে জানিয়েছেন। আবার পদযাত্রা কর্মসূচিও না কি দেবেন। উনারা হাঁটাহাঁটি করলেই ভালো।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের তথ্যগুলোকে ‘পক্ষপাতদুষ্ট’ বললেন তথ্যমন্ত্রী
‘মোখার মতো রাজনৈতিক অঙ্গনে একটা ঝড় আসছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আশ্চর্যের বিষয়! একটি প্রাকৃতিক ঘূর্ণিঝড় আমাদের দেশের উপকূলে আঘাত হানার আগে মানুষ আতঙ্কিত, জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তিত, সে সময় কোথায় ‘মোখা’ যাতে আমাদের ক্ষতি করতে না পারে সেজন্য মানুষের পাশে দাঁড়ানোর কথা, তা না করে বরং এটি নিয়ে রাজনীতির সঙ্গে মেলানো এবং উপহাস করা একজন রাজনীতিবিদের সাজে না।
মন্ত্রী যোগ করে বলেন, এখন তো ‘মোখা’ পাশ কাটিয়ে চলে গেছে। ‘মোখা’র মতোই বিএনপির আন্দোলনও পাশ কাটিয়ে চলে যাচ্ছে।
আরও পড়ুন: বিএনপি হচ্ছে শীতের পাখি: তথ্যমন্ত্রী
কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা জাতিসংঘে ‘দি শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ শিরোনামে প্রস্তাব হিসেবে গৃহীত হওয়ায় তথ্যমন্ত্রী বলেন, এতেই প্রমাণিত হয় আজ জাতিসংঘ শেখ হাসিনার প্রশংসা করে এবং তার সরকার পরিচালনার ধরন এবং জনগণের জন্য তার যে কাজ এটিকে জাতিসংঘও স্বীকৃতি দেয়।
তিনি বলেন, জাতিসংঘে ১৬ তারিখে যখন ‘শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ প্রস্তাব পাস হয়, তখন আমাদের এখানে ১৭ তারিখ অর্থাৎ কাকতালীয়ভাবে তার স্বদেশ প্রত্যাবর্তনের দিন। বিশ্বের ৭১টি দেশ বাংলাদেশের সঙ্গে এই প্রস্তাব কো-স্পন্সর করেছে, যা জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
আরও পড়ুন: খালেদা জিয়া চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছিলেন: তথ্যমন্ত্রী
বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে হাছান মাহমুদ বলেন, সব কূটনীতিককে নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু দেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ার পর কয়েকজন কূটনীতিককে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিল। আমাদের সরকার অত্যন্ত সফলভাবে জঙ্গিদের দমন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এরকম বাড়তি নিরাপত্তা কূটনীতিকদের দেওয়া হতো না। কয়েকজন কূটনীতিককে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ার পর বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিল। তা এখন প্রয়োজন নেই। এজন্য প্রত্যাহার করা হয়েছে। কিন্তু তাদের নিরাপত্তা অব্যাহত আছে।
আইএইচআর/জেডএইচ/জেআইএম