বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতারের দাবি চবি ছাত্রলীগের
রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের একাংশ। এসময় তারা বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতারের দাবি জানায়।
তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের করা উপগ্রুপের নাম বিজয়। তারা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
রোববার (২১ মে) রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে জিরো পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় বিজয় গ্রুপের অর্ধ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: বিএনপি নেতা চাঁদকে গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রলীগের
সমাবেশে ছাত্রলীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে হত্যার হুমকি দেওয়া দেশদ্রোহিতার সামিল। ছাত্রলীগের নেতাকর্মীরা যতদিন রাজপথে আছে ততদিন শেখ হাসিনার দিকে আঙ্গুল তোলার দুঃসাহস যেন কেউ না করে। অতিসত্বর আবু সাইদকে গ্রেফতার করতে হবে। নইলে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ মোতাবেক আমরা গণআন্দোলনে যাবো।
এর আগে ১৯ মে সরকারের পদত্যাগ, মামলা ও গণগ্রেফতার বন্ধ, দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। সেই সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
আহমেদ জুনাইদ/জেডএইচ
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা
- ২ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে
- ৩ খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানালেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
- ৪ জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত
- ৫ বিকেলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ব্রিফ করবেন ডা. জাহিদ