ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া-খাবার বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১১:১৬ পিএম, ৩০ মে ২০২৩

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

মঙ্গলবার (৩০ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি এতিম খানায় এই খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

এসময় রিজভী জিয়াউর রহমানের সংক্ষিপ্ত কর্মময় জীবনী তুলে ধরেন এতিম ও আলেমদের মাঝে। পরে জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সেখানের আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালীম ডোনার, বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাের্শেদ হাসান খানসহ অনেকে।

কেএইচ/এমএসএম