৭ দফা দাবিতে ওলামা লীগ সমাবেশ
৭ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩টি ইসলামিক দল। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ বক্তারা বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবি গুলোর মধ্যে উল্লেখযোগ্য : বাবা-মা কর্তৃক শিশু হত্যা ও নিযাতন বন্ধ এবং মাদক-দুর্নীতি প্রতিরোধসহ সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় রোধে সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন। রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে বহাল করা।
পাশ্ববর্তী দেশ ভারতের সঙ্গে ইতিহাসের সর্বোচ্চ সুসম্পর্ককারী প্রধানমন্ত্রীকে ভারতে মুসলিম স্বার্থ সুরক্ষায় ভারতের প্রতি আহ্বান জানানো।
যুদ্ধাপরাধীদের বিচারে সংসদে বিল পাশের মত ` কোরআন-সুন্নাহ বিরোধী কোন আইন পাশ হবে না তা সংসদে পাশ করা।
বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধ তুলে দেয়া হয়েছে। তাছাড়া ‘সর্বশক্তিমান আল্লাহ পাকের প্রতি আস্থা ও বিশ্বাস’ এটাও সংবিধান থেকে উঠিয়ে দেয়া হয়েছে। যার ফলে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার মধ্যে ইসলামী মূল্যবোধের অভাব প্রকট আকার ধারণ করেছে, যার ফলে দেশে শিশু হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে মানুষ।
সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা মুহাম্মদ আখতার হুসাইন বুখারী, সাধারণ সম্পাদক আলহাজ কাজী মাওলানা মুহাম্মদ আবুল হাসান, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার, বঙ্গবন্ধু ওলামা পরিষদের সভাপতি শায়েখ আলহাজ্জ মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী প্রমুখ।
এএস/জেএইচ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ব্যারিস্টার অসীমকে বিএনপির প্রার্থী চেয়ে অনুসারীদের মানববন্ধন
- ২ সরকারের দূরদর্শিতার অভাবে সব খাতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে: সালাম
- ৩ আনিসুল ও মঞ্জুর নেতৃত্বে ২০ দলীয় জোটের আত্মপ্রকাশ
- ৪ লেভেল প্লেয়িং ফিল্ড নেই, ইসিকে পদক্ষেপ নিতে হবে: জামায়াত
- ৫ মানুষের ভালোবাসা ও দোয়ায় খালেদা জিয়া সুস্থ হবেন: ফারুক