জিএম কাদের
স্বাধীনতা সংগ্রামে সিরাজুল আলম খানের অবদান অনস্বীকার্য
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতার ‘নিউক্লিয়াস’ এর প্রতিষ্ঠাতা ও তাত্ত্বিক রাজনৈতিক ব্যক্তিত্ব সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এবং বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
শুক্রবার (৯ জুন) এক শোক বার্তায় সিরাজুল আলম খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পাশাপাশি শোকার্ত স্বজনদের প্রতি সমবেদনা জানান।
শোক বার্তায় জাপা চেয়ারম্যান বলেন, স্বাধীনতা সংগ্রামে সিরাজুল আলম খানের অবদান অনস্বীকার্য। তিনি আজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন।
একই সঙ্গে সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
এসএম/জেডএইচ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ হাদির খুনে রাষ্ট্রযন্ত্র জড়িত, কাগুজে চার্জশিট মানি না: জাবের
- ২ তারেক রহমানের নিরাপত্তা ও প্রটোকল টিমে নতুন নিয়োগ
- ৩ তারেক রহমানের সঙ্গে ক্যান্টনমেন্ট থানা বিএনপির মতবিনিময়
- ৪ দেশের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছেন তারেক রহমান
- ৫ জাতীয় পার্টিকে ভোটে অযোগ্য ঘোষণার দাবি বৈষম্যবিরোধী আন্দোলনের