ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

চট্টগ্রামে ছাত্রলীগের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশিত: ০২:২৪ পিএম, ১৩ মার্চ ২০১৬

চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের ল্যাবে গুলির ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রলীগ। রোববার দুপুরে ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা আয়োজিত এক মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেয়া হয়। ৭ মার্চ রাতের ঘটনার জন্য ছাত্র শিবিরকে দায়ীও করা হয় এ মানববন্ধন থেকে।

মানববন্ধনে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, ‘কলেজে প্রায় প্রতিদিন শিবিরের ক্যাডাররা আকস্মিক হামলা করছে। গত ৭ মার্চ রাতের আঁধারে রসায়ন বিভাগের ল্যাবে গুলি ছুড়েছে শিবির ক্যাডাররা। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ভারী স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের আলামত পেয়েছেন। কিন্তু অতীব দুঃখের বিষয়, ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও এই ঘটনায় একটা মামলা পর্যন্ত হয়নি। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। আর এতে করে শিবিরের প্রশিক্ষণ প্রাপ্ত ক্যাডাররা দ্বিগুণ উৎসাহিত হয়ে গত দুই রাতে মোটর সাইকেল যোগে এসে কলেজ ক্যাম্পাসে পুনরায় গুলিবর্ষণ করে। এরপরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ নীরব।’

নগর যুবলীগ নেতা নূর মোস্তফা টিনু বলেন, ‘আগামী ৭২ ঘণ্টা সময় বেধে দিলাম। প্রশাসনকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। গ্রেফতার করতে হবে শিবির ক্যাডারদের। নয়তো ছাত্রলীগ-যুবলীগ সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোন ঝুঁকি নিতে প্রস্তুত আছে।’

নগর ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোহাম্মদ আরিফের সভাপতিত্বে এবং চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিমের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী পরিষদের সাবেক সহ-সম্পাদক পাভেল ইসলাম, নগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জয়, সদস্য মোস্তফা কামাল, ফারিয়া আকবর রিয়া, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা এস এম কামাল উদ্দিন, কামরুজ্জামান কমল, ইউসুফ কবির, জয়নাল আবেদীন, সুভাষ মল্লিক সবুজ, কামরুল হাসান মাসুম, মনির ইসলাম, জাবেদুল ইসলাম জিতু, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল নোমান, আহমেদ রেজা, মাইনুদ্দিন মামুন, আনোয়ার হোসেন পলাশ, সাইফুদ্দিন মানিক।  
                                                
জীবন মুছা/এনএফ/পিআর