কাউন্সিলস্থল পরিদর্শন করেছেন বিএনপির শীর্ষ নেতারা
জাতীয়তাবাদী দল বিএনপির আসন্ন ষষ্ঠ কাউন্সিল (১৯ মার্চ) সফল করতে কাউন্সিলস্থল রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউ পরিদর্শন করেছেন দলের শীর্ষ নেতারা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দলের স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ`র নেতৃত্ব দায়িত্বপ্রাপ্ত নেতারা কাউন্সিলস্থল পরিদর্শন করেন।
এসময় কাউন্সিল এলাকার নকশা উন্মুক্ত করা হয়। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ উপস্থিত নেতাকর্মীদের উদ্যেশ্যে নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বিএনপির জাতীয় কাউন্সিল সফল ও স্বার্থক করতে পূর্বে গেটে যুবদল, পশ্চিম গেটে স্বেচ্ছাসেবকদল এবং ভিআইপি গেটে ছাত্রদলকে দায়িত্ব দেয়া হয়েছে।
যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে কাউন্সিলের নকশাকে সুনির্দিষ্টভাবে দিক নির্দেশনা দিয়েছে বিএনপি।
এমএম/এএইচ/পিআর