শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ: সুজিত রায় নন্দী
শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি বলেন, যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসে তখনই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়।
বুধবার (১৯ জুলাই) লালমনিরহাটে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় এসব কথা বলেন সুজিত রায় নন্দী।
তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় এসে অন্ধকার দূর করে বাংলাদেশকে আলোকিত করেছেন। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আলোকিত থাকবে বাংলাদেশ। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশের ইতিহাস ভূলুণ্ঠিত হবে। শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ।
সুজিত রায় নন্দী আরও বলেন, আওয়ামী লীগ নতুন প্রজন্মের হাতে নেতৃত্বের মশাল রেখে যেতে চায়। সে লক্ষ্য বাস্তবায়নে লালমনিরহাটে আওয়ামী লীগকে সুসংগঠিত শক্তি হিসেবে অবস্থান করতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী মোতাহার হোসেনের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ সব সংগঠনের নেতারা।
এসইউজে/জেডএইচ/জেআইএম