ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সম্মেলন সোমবার

প্রকাশিত: ১০:৪৫ এএম, ১৯ মার্চ ২০১৬

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলন আগামী সোমবার অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ সোমবার সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করবেন শিক্ষাবিদ অজয় রায়।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জনার্দন দত্ত নান্টু এ ঘোষণা দেন। এসময় সংগঠনের সধারণ সম্পাদক ইমরান হাবীব রুমনসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জনার্দন দত্ত নান্টু বলেন, কেন্দ্রীয় সম্মেলনের পূর্বে বিভিন্ন জেলা, বিশ্ববিদ্যালয়, কলেজ, উপজেলা ও থানা শাখা সমূহের কাউন্সিল অনুষ্ঠিত হয়। আমরা আশা করছি প্রায় ৭৫টি সাংগঠনিক জেলাসহ বিভিন্ন স্কুল কলেজ থেকে প্রায় দশ সহস্রাধিক শিক্ষার্থী এ সম্মেলনে যোগ দেবেন।

এসময় তিনি সম্মেলনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে,সোমবার সকাল ১০টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, ১১টায় উদ্বোধন, বেলা ১২টায় র্যালি এবং বিকেল ৪টা থেকে আলোচনা সভা।

এমএইচ/এসকেডি/এবিএস